চার পুর নিগমের নির্বাচন: বিকেল ৫টা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল শিলিগুড়িতে

রাজ্যের চার পুর নিগম বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল এর ভোট প্রক্রিয়ায় এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান পর্ব ঘিরে উঠেছে একাধিক অভিযোগ। দীর্ঘদিন পর এই চার পুরসভায় নিজেদের পুর প্রতিনিধি বেছে নিচ্ছেন নাগরিকরা। ভোটপর্ব নির্বিঘ্নে করতে এই চার পুরসভায় আটোসাঁটো করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।

বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এই চার পুর নিগমের ভোটের নিরাপত্তায় মোতায়েন ছিল মোট প্রায় ন’হাজার রাজ্য পুলিশ। ভোট কেন্দ্রের সুরক্ষায় মোতায়েন সাড়ে আট হাজার রাজ্য পুলিশ।

আদালতের নির্দেশ মেনে এবার বিধাননগর পুরসভায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। চার পুরসভার নির্বাচনে নিরাপত্তার বিশেষ দায়িত্বে রাখা হয় জ্ঞানবন্ত সিংহকে। এবারের বুথগুলিতে যাতে কোভিড বিধি মানা হয় তার জন্যও রাখা হয় বিশেষ ব্যবস্থা।

এবারের এই চার পুর নিগমের ভোট শনিবার বিকেল ৫টা পর্যন্ত সব চেয়ে বেশি ভোট পড়তে দেখা গেল শিলিগুড়িতে। বিকেল পাঁচটা পর্যন্ত শিলিগুড়িতে ভোট পড়েছে ৭৩.৬০ শতাংশ। পাশাপাশি চন্দননগরে সব থেকে কম ভোট পড়ল ৭০.৭৬ শতাংশ। এছাড়া বিধাননগরে ৭১.০৯ শতাংশ এবং আসানসোলে ভোট পড়ে ৭১.৮৭ শতাংশ।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার