প্রথম পাতা খবর সংসদে শপথ প্রধানমন্ত্রী মোদীর, বাইরে সংবিধান হাতে বিক্ষোভ ‘ইন্ডিয়া’র

সংসদে শপথ প্রধানমন্ত্রী মোদীর, বাইরে সংবিধান হাতে বিক্ষোভ ‘ইন্ডিয়া’র

190 views
A+A-
Reset

নয়াদিল্লি: আজ, সোমবার থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী সহ নির্বাচিত সাংসদরা। অন্য দিকে, সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের।

লোকসভায় শপথে অংশ না নিয়ে ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদ ভবনের বাইরে প্রতিবাদে সামিল হন। সংবিধানের একটি করে কপি হাতে সংসদের দু’নম্বর গেটের সামনে প্রতিবাদে সরব হতে দেখা যায় তাঁদের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা যখন সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন, তখনই সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাং‌সদেরা। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একাংশ। হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডা. কাকলী ঘোষদস্তিদার, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, এনসিপি(এসসিপি)-র সুপ্রিয়া সুলেরা।

নেট এবং নিট ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এত বড় মাপের কেলেঙ্কারির মাথায় কারা? পূর্ণাঙ্গ তদন্তে কি তা কখনও জানা যাবে? এই নিয়েই এককাট্টা হয়ে মোদী সরকারকে আক্রমণ করছে ইন্ডিয়া জোট। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শপথ নিয়ে গেলে হট্টগোল বাঁধে। এছাড়াও অধিবেশনের প্রথম দিনই প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে এনডিএ ও ইন্ডিয়া দ্বন্দ্ব দিয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সংবিধান লঙ্ঘন করে প্রো-টেম স্পিকার নিয়োগ করা হয়েছে। তার প্রতিবাদ করছি আমরা। মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে। শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।”

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.