কলকাতা: চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোদমে বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবারেও একই রকম পরিস্থিতি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষার অনুকূল পরিস্থিতি হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলায়। বরং বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সোমবারেও গুমোট গরমে ভুগতে হবে দক্ষিণের জেলাগুলিকে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। মঙ্গলবার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে কম হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমের দিকেই থাকবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ও দিকে, চলতি সপ্তাহের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।