উদ্বেগের কারণ নেই, চিনে নয়া সংক্রমণ নিয়ে বিবৃতি কেন্দ্রের

চিন ফের ভাইরাস উদ্বেগ। ছবি: রয়টার্সের সৌজন্যে

নয়াদিল্লি: প্রতিবেশী দেশ চিনে প্রবল ভাবে ছড়িয়েছে H9N2 ভাইরাসের সংক্রমণ। কোভিড-১৯-এর পর নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠছে এই ভাইরাস। তবে নয়াদিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। ভারতে এই অসুস্থতার ঝুঁকি খুবই কম।

ইতিমধ্যে চিনের প্রচুর শিশু নিউমোনিয়ায় আক্রান্ত। চিনের দাবি, করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়া ও সাধারণ কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রভাবেই শিশুদের মধ্যে এই ধরনের রোগ বাড়ছে। এতে বিশেষ উদ্বেগের কোনো কারণ নেই। তবে, রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই চিনের কাছ থেকে একটি বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু।

এ দিকে, শুক্রবার কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, “উত্তর চিনের শিশুদের মধ্যে H9N2 (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস), শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। নিবিড় ভাবে এই সংক্রমণের ঘটনাগুলি পর্যবেক্ষণ করছে ভারত। এখানে এই অসুস্থতার ঝুঁকি খুব কম রয়েছে।”

একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি থেকে উদ্ভূত যে কোনো ধরনের জরুরি অবস্থার জন্য দেশ প্রস্তুত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, “ভারত যে কোনও ধরনের স্বাস্থ্যগত জরুরি অবস্থার জন্য প্রস্তুত। বিশেষ করে কোভিড মহামারির পর থেকে স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানো হয়েছে।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে