প্রবল তুষারপাতে বিপত্তি! পূর্ব সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

গ্যাংটক: নাথুলা এবং সোমগো (চাঙ্গু) হ্রদে আটকা পড়া ৩৭০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। উল্লেখযোগ্যভাবে, পূর্ব সিকিমে প্রবল তুষারপাতের কারণে এই অঞ্চলে ৯০০-র বেশি পর্যটক আটকে পড়েছিলেন বলে জানা যায়।

সিভিল পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে দ্রুত অ্যাকশনে এসে উদ্ধার অভিযান অপারেশন হিমরাহাট শুরু করে ত্রিশক্তি কর্পসের বাহিনী। জানা গিয়েছে, শনিবার বিকেলে এই অঞ্চলে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে।

১১ মার্চ গভীর রাত পর্যন্ত উদ্ধার ও ত্রাণকার্য অব্যাহত ছিল। এক প্রতিরক্ষাকর্তা জানিয়েছেন, “শনিবার গভীর রাত পর্যন্ত ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। পর্যটকদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে এবং আশ্রয়, গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার সরবরাহ করা হয়েছে”।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় নাথুলা এবং সোমগো লেক থেকে সিকিমের রাজধানীতে ফেরার সময় প্রবল তুষারপাতের কারণে ৮৯টি গাড়িতে ভ্রমণকারী প্রায় ৯০০ পর্যটক আটকা পড়েন। সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধারকাজ চলে। একে একে গাড়িগুলিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাড়িগুলি ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকের দিকে রওনা দেয়।

Related posts

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন