ওয়েবডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ‘বাংলা’ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উঠে এল বিজেপির ছদ্ম ‘বাঙালি প্রীতি’র প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বাংলাকে ভালোবাসার এত ভণিতা, অথচ কথায় কথায় ‘বাঙ্গাল’
ভুল উচ্চারণে বাংলা বলে, বাঙালি সাজে যেভাবে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিজেপি নেতারা, তার তীব্র সমালোচনা করেন মমতা।
আরও পড়ুন : ভোটের মুখে তৃণমূলের নতুন স্লোগান, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’
মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার জন্য ৪ বছর ধরে আবেদন জানিয়ে আসছেন তিনি। অথচ অনুমোদন দিচ্ছে না কেন্দ্র।
রবীন্দ্রনাথ-রামকৃষ্ণকে অপমান করছে বিজেপি। অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
এককথায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও অবাঙালি এবং বহিরাগত তত্বে বিজেপিকে বিঁধলেন মমতা।