356
সাধনা দাস বসু : বঙ্গীয় ফুড প্রোডাক্টস্ বাজারে নিয়ে এলো বঙ্গভূমি মুড়ি ও বঙ্গভূমি চানাচুর।
শনিবার কলকাতা প্রেস ক্লাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ শঙ্কর চক্রবর্তী ও সুবান রায়।
উপস্থিত ছিলেন প্রস্তুতকারী সংস্থার অন্যতম দুই অংশীদার অরিন্দম সেনগুপ্ত ও সুমিত চক্রবর্তী।
আরও পড়ুন : শহর কলকাতার নস্টালজিয়া উস্কে ফের খুলে গেল মেট্রো সিনেমা
অরিন্দম সেনগুপ্ত জানান, আট থেকে আশি – সবার স্বাস্থ্যের খেয়াল রেখেই তৈরি করা হয়েছে ইউরিয়া ও অ্যামোনিয়া মুক্ত বঙ্গভূমি মুড়ি ও অর্গানিক মশলাযুক্ত বঙ্গভূমি চানাচুর।
এবার বঙ্গবাসী চেখে দেখবেন বঙ্গভূমির স্বাদ