প্রথম পাতা খেলা ভারতে T-20 বিশ্বকাপ নিয়ে চিন্তায় PCB, BCCI-এর কাছে লিখিত প্রতিশ্রুতি চায় তারা

ভারতে T-20 বিশ্বকাপ নিয়ে চিন্তায় PCB, BCCI-এর কাছে লিখিত প্রতিশ্রুতি চায় তারা

121 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : চলতি বছরে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে বসতে চলেছে T-20 বিশ্বকাপের আসর। আর এই কারণেই এখন থেকেই চিন্তায় ঘুম উড়েছে পাকিস্তান ক্রিকেট সংস্থার কর্তাদের।

দুই দেশের সম্পর্ক তিক্ত। গত কয়েক বছরে সেই তিক্ততা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে ভারত ভিসা নাও দিতে পারে বলে চাপে রয়েছে PCB। ভিসা পাওয়ার ব্যাপারে BCCI-এর কাছে রীতিমতো লিখিত প্রতিশ্রুতি চাইছে তারা।

না হলে তারা টি-২০ বিশ্বকাপ অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসিকে চাপ দেবে বলেও হুমকি দিয়ে রেখেছে। PCB চেয়ারম্যান এহসান মানি বলেছেন, বিশ্ব ক্রিকেটে তিন দাদা (ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) রয়েছে।

এই প্রবণতা এবার বদলানো প্রয়োজন। মার্চ মাসের মধ্যে ভারতকে ভিসা দেওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। আমরা এই নিয়ে ICC-কেও জানিয়েছি।

আরও পড়ুন : কলকাতা ডার্বির রং আবারও সবুজ-মেরুন, যে রয় সেই কৃষ্ণা

পাক ক্রিকেট বোর্ডের হুমকি, ভারত ভিসা দেওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি না দিলে, আরব আমিরশাহীতে টি-২০ বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ICC-কে চাপ দেবে তারা।

আর শুধু পাকিস্তানি ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের ভিসা দিলে চলবে না। সাধারণ সমর্থক, সাংবাদিক, পিসিবির কর্তাদেরও ভিসা দেওয়ার দাবি জানিয়েছে PCB।

দুই দেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। ফলে ভারতে এলে পাকিস্তানি ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও অন্যদের নিরাপত্তার প্রশ্নও থাকছে। পিসিবি জানিয়েছে, বিসিসিআইকে আগে থেকে জানাতে হবে, পাকিস্তান দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা কেমন হচ্ছে!

এই ব্য়াপারেও তারা ভারতের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চায়। 

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.