রবিবার আইপিএল নিলামের প্রথম দিনেই কোটি কোটি টাকায় বিক্রি হলেন ক্রিকেটারেরা। প্রথম দিনের নিলামের সবচেয়ে উল্লেখযোগ্য চুক্তি ও দলগুলোর কেনাকাটা এক নজরে দেখে নেওয়া যাক।
চেন্নাই সুপার কিংস
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- ডেভন কনওয়ে (৬.২৫ কোটি)
- রাহুল ত্রিপাঠি (৩.৪০ কোটি)
- রচিন রবীন্দ্র (৪ কোটি)
- রবিচন্দ্রন অশ্বিন (৯.৭৫ কোটি)
- খলিল আহমেদ (৪.৮০ কোটি)
- বিজয় শঙ্কর (১.২০ কোটি)
- নুর আহমেদ (১০ কোটি)
রিটেইন করা খেলোয়াড়:
রুতুরাজ গায়কোয়াড়, মাথেঙ্শা পাথিরানা, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি
কলকাতা নাইট রাইডার্স
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি)
- কুইন্টন ডি কক (৩.৬০ কোটি)
- রহমানউল্লাহ গুরবাজ (২ কোটি)
- অনরিখ নরকিয়া (৬.৫০ কোটি)
- অঙ্করিশ রঘুবংশী (৩ কোটি)
- বৈভব অরোরা (১.৮০ কোটি)
- ময়াঙ্ক মার্কান্ডে (৩০ লাখ)
রিটেইন করা খেলোয়াড়:
রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রামনদীপ সিং
মুম্বাই ইন্ডিয়ান্স
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- ট্রেন্ট বোল্ট (১২.৫০ কোটি)
- নমন ধীর (৫.২৫ কোটি)
- রবিন মিন্জ (৩০ লাখ)
- কর্ণ শর্মা (৫০ লাখ)
রিটেইন করা খেলোয়াড়:
জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক ভার্মা
পাঞ্জাব কিংস
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অর্জুন সিং, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, হরপ্রীত ব্রার, বিজয়কুমার বৈশাখ, যশ ঠাকুর
রিটেইন করা খেলোয়াড়:
শশাঙ্ক সিং, প্রভসিমরন সিং
গুজরাট টাইটান্স
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- জস বাটলার (১৫.৭৫ কোটি)
- কাগিসো রাবাদা (১০.৭৫ কোটি)
- মহম্মদ সিরাজ (১২.২৫ কোটি)
- প্রসিদ্ধ কৃষ্ণ (৯.৫০ কোটি)
- মহিপাল লোমরোর (১.৭০ কোটি)
- কুমার কুশাগ্র (৬৫ লাখ)
- নিশান্ত সিন্ধু (৩০ লাখ)
- অনুজ রাওয়াত (৩০ লাখ)
- মানব সুতার (৩০ লাখ)
রিটেইন করা খেলোয়াড়:
রাশিদ খান, শুভমন গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান
রাজস্থান রয়্যালস
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয় সিং
রিটেইন করা খেলোয়াড়:
সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- লিয়াম লিভিংস্টোন (৮.৭৫ কোটি)
- ফিল সল্ট (১১.৫০ কোটি)
- জিতেশ শর্মা (১১ কোটি)
- জশ হ্যাজলউড (১২.৫০ কোটি)
- রাসিখ দার (৬কোটি)
- সুযশ শর্মা (২.৬০ কোটি)
রিটেইন করা খেলোয়াড়:
বিরাট কোহলি, রজত পাটিদার, যশ দয়াল
সানরাইজার্স হায়দ্রাবাদ
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- ঈশান কিশান, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, আথর্ব তাইদ, অভিনব মনোহর, সিমরজিৎ সিং
রিটেইন করা খেলোয়াড়:
প্যাট কামিন্স, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডি
দিল্লি ক্যাপিটালস
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- কেএল রাহুল, হ্যারি ব্রুক, জেক ফ্রেজার-মার্গার্ক, করুণ নায়ার, টি নটরাজন, মিচেল স্টার্ক, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মোহিত শর্মা
রিটেইন করা খেলোয়াড়:
অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব
লখনউ সুপার জায়ান্টস
প্রথম দিন কেনা খেলোয়াড়:
- ঋষভ পন্থ, ডেভিড মিলার, আইডেন মার্করাম, মিচেল মার্শ, আভেশ খান, আব্দুল সামাদ, আর্যন জুয়াল
রিটেইন করা খেলোয়াড়:
নিকোলাস পুরান, ময়াঙ্ক যাদব, মোহসিন খান, রবি বিষ্ণোই