৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হতে পারে জোকা-তারাতলা মেট্রোর

কলকাতা: আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা মেট্রো সূত্রে খবর, ওই দিনই প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হতে পারে জোকা-তারাতলা মেট্রোর। ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন করা হবে এই প্রকল্প।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, হাওড়া থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জোকা-বিবাদি বাগ রুটের এই পার্পেল লাইনের মেট্রো উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।

মেট্রোর জনসংযোগ আধিকারিকের মন্তব্য উদ্ধৃত করে এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, “যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে ৩০ ডিসেম্বরই বেহালা মেট্রোর উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে। সে ক্ষেত্রে হাওড়া থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ে এই বহু প্রতিক্ষীত মেট্রো রুটের উদ্বোধন করবেন। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি প্রকাশিত হয়নি।”

জানা গিয়েছে, রাজ্যে এসে বাংলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে। এ ছাড়াও রয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। একই সঙ্গে ৬.৫ কিমি দীর্ঘ জোকা-তারাতলা মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস