দিঘা যাওয়ার পথে উড়ে আসা বালতি লাগল স্করপিও-র সামনের কাচে, গাড়ি উল্টে আহত ৯

হাওড়া: একটি ম্যাটাডোর গাড়ি থেকে উড়ে আসা প্লাস্টিকের বালতি লাগল স্করপিও গাড়ির উইন্ড স্ক্রিনে। তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর সম্পূর্ণ উল্টে গেল একটি যাত্রিবাহী গাড়ি। ঘটনায় আহত কমপক্ষে ন’জন।

শনিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে ধুলাগড় ফ্লাইওভারের সামনে। জানা গিয়েছে, কলকাতার টালিগঞ্জ থেকে দিঘা একটি সাদা রঙের স্করপিও গাড়িতে যাচ্ছিলেন ন’জন। গাড়িটি উল্টে যাওয়ায় দুর্ঘটনায় সকলে আহত হয়েছেন।

খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন কর্তব্যরত ধুলাগড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। আহতদের উদ্ধার করে বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। পরে উল্টে যাওয়া গাড়িটিকে ব্রেকডাউন ভ্যান দিয়ে টেনে রাস্তা থেকে সরানো হয়।

স্বপন ঘোষ নামে ওই গাড়ির এক যাত্রীর কথায়, ‘‘প্লাস্টিকের বালতিটা উড়ে এসে আমাদের গাড়ির উইন্ড স্ক্রিনে পড়ে। আচমকা এই ঘটনা ঘটায় চালক আর গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি।’’

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে