পাহাড় ঘেরা চা-বাগানের সবুজ গালিচা মধ্যে দিয়ে এঁকেবেঁকে ‘জঙ্গল সাফারি’, শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত চালু টয় ট্রেন

ডেস্ক: সোমবার থেকে চালু হল দার্জিলিং হিমালয়ান রেল (DHR)-এর জঙ্গল টি সাফারি। শিলিগুড়ি (Siliguri) থেকে রংটং পর্যন্ত চালু হল টয় ট্রেন (Toy Train)। বেশ কয়েক বছর আগে টয় ট্রেনে জঙ্গল সাফারি শুরু করে ছিল ডিএইচআর। কিন্তু তা সফল হয়নি। তবে এই নতুন সাফারি সফল হবে বলে মনে করা হচ্ছে। পাহাড় পথে, চা বাগানের মধ্যে দিয়ে এই জঙ্গল সাফারি পর্যটকদের মন কাড়বে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।


এই সাফারির মাধ্যমে পর্যটক ও ট্রয়ট্রেনপ্রেমীরা শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত যেতে পারবেন। আবার ট্রেনে চেপে শিলিগুড়িতে ফিরে আসতে পারবেন।

আরও পড়ুন: বিজেপির বৈঠকে ‘অপমানিত’ সুদীপ রায়বর্মন, তৃণমূলে যোগ সময়ের অপেক্ষা?


স্টিম ইঞ্জিনে চেপে পাহাড় ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে এঁকেবেঁকে যাত্রা। দুপাশে চা-বাগানের সবুজ গালিচা, পথে পড়বে, একাধিক রূপোলি নদী। কামরায় মাথার ওপর খোলা আকাশ। আশপাশও কাচের। সুসজ্জিত কামরায় বসেই, জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন পর্যটকরা। যেতে আসতে সময় লাগবে ৩ ঘণ্টা ২০ মিনিট।জঙ্গল টি সাফারির জন্য মাথাপিছু ব্যয় করতে হবে ৯৭০ টাকা। IRCTC-র মাধ্যমে বুক করা যাবে টিকিট। চলন্ত ট্রেনে যাত্রীদের টি টেস্টিং করানো হবে।


করোনাকালে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা কার্যত ধুঁকছে। সামনেই উৎসবের মরসুম, এর ফলে উত্তরবঙ্গে পর্যটকদের আগমন আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। 

Related posts

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে