স্বাস্থ্য ভবনের সামনে ধরনা মঞ্চে জুনিয়র ডাক্তাররা। ছবি: রাজীব বসু
কলকাতা: জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কোনো লক্ষণ নেই। বুধবার সকালে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখে তাঁরা নিজেদের দাবিগুলি স্পষ্ট করেছেন এবং এখনও পর্যন্ত যেসব দাবির সমাধান হয়নি, সেগুলি পূরণের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে আন্দোলনকারীরা উল্লেখ করেছেন, তাঁদের কিছু গুরুত্বপূর্ণ দাবি এখনও পূরণ হয়নি এবং তার সমাধানের আশায় তারা রাজ্য সরকারের সদর্থক উত্তর অপেক্ষা করছেন।
এর আগে মঙ্গলবার রাতে জুনিয়র ডাক্তাররা জানান, যত দিন না তাঁদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে, তত দিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এক ডাক্তার বলেন, “আমাদের পক্ষ থেকে আলোচনার পথ সব সময় খোলা রয়েছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব এর সমাধান করা হোক। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতেই স্পষ্ট হয়েছে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত।”
তাঁরা আরও বলেন, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন করতে হবে, যা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি চয়ন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনাও হয়েছে, কিন্তু কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
জুনিয়র ডাক্তারদের মতে, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠনের মাধ্যমে ভবিষ্যতে আরজি কর হাসপাতালের মতো ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা সম্ভব হবে। তাঁদের দাবি, এই সংগঠনগুলোই ডাক্তারদের স্বার্থরক্ষা এবং হাসপাতালগুলিতে সুষ্ঠু প্রশাসন বজায় রাখতে সহায়ক হবে।