SSC মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

SSC মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নতুন করে দায়ের হওয়া এসএসসি মামলা, শিক্ষকদের বদলি মামলা, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত এবং তার বদলি সংক্রান্ত মামলার শুনানি করতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এখন থেকে ওই সংক্রান্ত মামলার শুনানি এবং বিচার করবেন বিচারপতি রাজশেখর মান্থার। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে উঠবে প্রাথমিক এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত মামলা। SSC সংক্রান্ত অমীমাংসিত মামলাগুলিও যদিও তাঁর এজলাসেই রইল।

আদালত সূত্রে খবর, এসএসসির যে মামলাগুলি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তা সবই থাকবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই। পাশাপাশি, এতদিন পুলিসের নিষ্ক্রিয়তা ও অতিসক্রিয়তার মামলাগুলি শুনতেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে এখন থেকে সেইসব মামলা শুনবেন বিচারপতি শম্পা সরকার। আদালত সূত্রের খবর, সোমবার থেকে এই বিচার্য বিষয় বদল কার্যকর হবে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের