ডেস্ক: কাকভোর অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে দু-জনকেই। অক্সিজেন দিতে হয়েছে মদন মিত্রকে। দুজনের শরীরে একই সঙ্গে কমে আসে অক্সিজেন মাত্রা। জানা যাচ্ছে, দুজনকে রাখা হয়েছে উডবার্ন ওয়ার্ডের কেবিনে।
এসএসকেএম সূত্রে খবর, মদন মিত্র রয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে। শোভন চট্টোপাধ্যায় ১০৬ নম্বর কেবিনে রয়েছেন। সোমবার রাতে নিজাম প্যালেস থেকে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল ৷
আরও পড়ুন: ফিরহাদ-মদন-সুব্রত-শোভনদের জামিন খারিজ কলকাতা হাইকোর্টের
প্রেসিডেন্স জেলে উত্তমকুমার স্পেশ্যাল সেলে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়। দুটি আলাদা ঘরে রয়েছেন তাঁরা। জেল সূত্রে খবর, গোটা রাতই তাঁরা উদ্বিগ্ন ছিলেন। তাঁর আচরণে তা স্পষ্ট ফুটে উঠেছিল। তার জন্য জেল কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা নিয়েছে। এই উদ্বেগের জন্য তাঁদের শরীরের ওপর প্রভাব পড়তে পারে। চেক আপের জন্য তাঁদেরকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হতে পারে।