Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কাঁথি পুরভোটে বিজেপির তালিকায় নেই অধিকারী পরিবারের কোনও নাম - NewsOnly24

কাঁথি পুরভোটে বিজেপির তালিকায় নেই অধিকারী পরিবারের কোনও নাম

এক সময়ে অধিকারী গড় হিসেবে পরিচিত ছিল কাঁথি। কিন্তু আজ সেই গড় অনেকটাই নড়বড়ে। অধিকারীদের সেই নিরঙ্কুশ আধিপত্য এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না।

এই ঘটনার সর্বশেষ প্রমাণ, এবার পুরসভার নির্বাচন হচ্ছে, অথচ কাঁথিতে কোথাও নেই একজনও অধিকারীর নাম। যার পরিষ্কার অর্থ দাঁড়ায়, নিজেদের গড়েই নেই কোনও অধিকারী প্রার্থী। যার একটাই মনে দাঁড়ায়, এবার কাঁথি পুরসভার বোর্ড গঠন যে দলই করুক না কেন, সেখানে কোনও ভাবেই থাকছে না কোনও অধিকারীর নাম।

কাঁথির পুরভোটে ইতিমধ্যেই প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা, যে তালিকায় নাম নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবারের কোনও সদস্যের। সোমবার বিজেপির প্রার্থী ঘোষণার পর দেখা যায়, এবারের পুরভোটে অধিকারী পদবীর কেউ বিজেপির টিকিট পাননি।

একটা সুদীর্ঘকাল কাঁথি পুরসভায় অধিকারীদের কেউ না কেউ চেয়ারম্যান হিসেবে থেকেছে। কখনও শিশির, শুভেন্দু, দিব্যেন্দু, সৌমেন্দু গত সাড়ে তিন দশক ধরে ভিন্ন ভিন্ন সময়ে অধিকারী পরিবারের এই সব সদস্যরা কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বহাল ছিলেন।

এবার শিশির অধিকারীর বয়সজনিত কারণেই তাঁকে টিকিট দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়ে ছিল। শুভেন্দু অধিকারী এখন রাজ্যের বিরোধী দলনেতা। দিব্যেন্দু অধিকারী এখনও খাতায় কলমে তৃণমূল এর বিধায়ক। কিন্তু প্রশ্ন উঠছে তালিকায় সৌমেন্দুর নাম না থাকা নিয়ে। কেন রইল না প্রার্থী তালিকায় সৌমেন্দ্যুর নাম?‌ শোনা যাচ্ছে দাদা শুভেন্দু অধিকারীর পরামর্শেই নাকি ভাইকে রাখা হয়নি তালিকায়। অপর দিকে ফিরহাদ হকিম এর কটাক্ষ,হারার ভয়েই সৌমেন্দু এবার আর ভোটে দাঁড়াননি।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও