কড়েয়ায় বাড়িতে বিস্ফোরণ! ভাঙল বাড়ির একাংশ, জখম অন্তত ৪

ডেস্ক: ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল কড়েয়া থানার আহিরিপুকুর এলাকা।  বৃহস্পতিবার সকাল ৬.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে। ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে এলাকা। গুরুতর আহত হয় চারজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। কড়েয়া থানা এলাকার ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেনের ঘটনা। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা যাচ্ছেন।

আরও পড়ুন: করোনায় মৃত্যু হলে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেবে রাজ্য, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র


স্থানীয়রা দেখেন বহুতলের একটি পাঁচিল ভেঙে গিয়েছে। বহুতলের ভিতরে একতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আনন্দ দাস, তাঁর স্ত্রী, মেয়ে এবং ভাইঝি। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রত্যেককে।  ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ (Kolkata Police), গোয়েন্দারা (DD) এবং CESC কর্তৃপক্ষ। খবর দেওয়া হয়েছে ফরেনসিক বিভাগে। সূত্রের খবর, ঘরের ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার এবং বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার তেমন কোনও ক্ষতি হয়নি। তবে কী ভাবে বিস্ফোরণ? তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কে স্থানীয়রা।

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২