‘খালিস্তানি’ বিতর্কে তোলপাড়, বিজেপি রাজ্য অফিসের সামনে বিক্ষোভ শিখদের

কলকাতা: সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালিতে এক আইপিএস আধিকারিককে ‘খালিস্তানি’ বলা হয়েছে বলে অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। যা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। মঙ্গলের পর বুধবারও মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরের বাইরে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের বহু মানুষ।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সন্দেশখালি অভিযানে ধামাখালিতে যশপ্রীত সিং নামে একজন কর্তব্যরত শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ বলা হয় বলে অভিযোগ। সেই মন্তব্য ঘিরে বিতর্ক ক্রমেই বেড়ে চলেছে।

এ দিনও রাজ্য বিজেপির অফিসের সামনে শিখ সম্প্রদায়ের বহু মানুষ বিক্ষোভ দেখান। মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বার থেকে মিছিল করেন তাঁরা। মুরলিধর সেন লেনে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান।

তাঁদের দাবি, যে পুলিশ আধিকারিকের উদ্দেশে ‘খলিস্তানি’ মন্তব্য করা হয়েছে, সেই যশপ্রীত সিংহের কাছে তো বটেই গোটা শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বিক্ষোভকারী গুরমিত সিংহ বলেন, ‘ আমরা চাই এই নিয়ে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা চান।’

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ