প্রথম পাতা খবর একজনের নামে কাটা ট্রেন টিকিটে অন্যজন কী ভাবে সফর করবেন?

একজনের নামে কাটা ট্রেন টিকিটে অন্যজন কী ভাবে সফর করবেন?

57 views
A+A-
Reset

আজকাল ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার যুগ। যদি কাউকে কোনো তথ্য দিতে হয়, তা হলে সৃজনশীল ভাবে জানালে তা দীর্ঘদিন মনে থাকে। এর সুযোগ নিয়ে যাত্রীদের দারুণ শিক্ষা দিয়েছে ভারতীয় রেলও।

শুক্রবার (২১ এপ্রিল) মুক্তি পেয়েছে সলমন খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবি। ওই ছবির শিরোনাম দেখে মুগ্ধ হয়ে ট্রেন যাত্রীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে অবহিত করেছে পশ্চিম রেলওয়ে। ছবির শিরোনামের আদলে ‘কিসি কা টিকিট, কিসি কা সফর’ স্লোগানের মাধ্যমে, যাত্রীদের অন্য ব্যক্তির নামে জারি করা টিকিটে ভ্রমণের নিয়মটি স্পষ্ট করে জানিয়েছে।

এই পুরো নিয়মটি জানার আগে, প্রথমে আপনাকে জানতে হবে. শুধুমাত্র নিজের পরিবারের সদস্যদের নামে টিকিট ট্রান্সফার করতে পারবেন। মোটেই আপনার কোনো বন্ধু বা অপরিচিত ব্যক্তির সঙ্গে নয়।

টিকিট ট্রান্সফারের নিয়ম কী

১. আপনি যদি নিজের টিকিট পরিবারের কোনো সদস্যের নামে ট্রান্সফার করতে চান, তা হলে প্রথমে আপনার টিকিট কনফার্ম হতে হবে। অনলাইন বা অফলাইনে বুক করা হোক না কেন ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিট ট্রান্সফার করা যাবে না।

২. এমনকি পরিবারের সদস্যদের বলতে আপনি শুধুমাত্র নিজের বাবা-মা, ভাই বা বোন, স্বামী/স্ত্রী এবং ছেলে বা মেয়েকে টিকিট ট্রান্সফার করতে পারেন, অন্য কোনো পরিচিত অথবা আত্মীয়কে নয়।

৩. ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে যাত্রীদের টিকিটের অনুরোধ জানাতে হবে।

কী ভাবে টিকিট ট্রান্সফার করবেন

১. আপনাকে নিজের কনফার্ম টিকিটের প্রিন্টআউট নিয়ে রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে।

২. যার নামে টিকিট ট্রান্সফার করতে চান তার আধার কার্ড বা ভোটার আইডি কার্ড-সহ আপনাকে একটি আবেদন জমা দিতে হবে।

৩. কনফার্ম টিকেটধারী ব্যক্তি এবং যার নামে টিকিট ট্রান্সফার করা হবে, উভয়কেই নিজেদের সম্পর্কের প্রমাণ দিতে হবে।

৪. এর পরে, উভয় যাত্রীর পরিচয়পত্র এবং টিকিটের প্রতিলিপি কাছের কোনো টিকিট কাউন্টারে জমা দিতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.