কলকাতা পুরভোট ফলাফল: ফের একবার অস্তিত্ব সংকটে বিরোধীরা

মঙ্গলবার সকাল সাতটায় খোলা হয় স্ট্রং-রুম, আর প্রায় তখন থেকেই শুরু হয়ে যায় রাজ্যের বিরোধী দলগুলোর কাউন্ট ডাউন। কারণ কলকাতা পুরভোটের ফলাফল যে চূড়ান্ত রকম একপেশে হতে চলেছে সেটা বোঝার জন্য কোনও রাজনৈতিক বোদ্ধার দরকার নেই। শহরের একট বাচ্চাও বলে দিতে পারবে কী হতে চলেছে ভোট গণনার ফল। আর সেখানেই শঙ্কা সম্মিলিতভাবে ঘিরে ধরছে বিরোধী দলগুলোকে।

শঙ্কা যে একেবারেই অমূলক ছিল না, সেটা পরিষ্কার হতে শুরু করে গণনা শুরুর সঙ্গে সঙ্গে। দেখা যায় ফলাফলের নিরিখে ফের একবার তৃনমূলের ঝড় উঠেছে প্রতিটি ওয়ার্ডে। আর বিরোধীরা সেখানে একের পর এক কেবলই ভো-কাট্টা। এই ভয়টাই পেয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো।

মোট ১৪৪ ওয়ার্ডের মধ্যে সাকুল্যে ১০ টা ওয়ার্ডও কী আসবে সম্মিলিত ভাবে বিরোধী দলগুলোর ঝুলিতে। কলকাতা পুরভোটে গণনা পর্ব চলা কালীন এই প্রশ্নই এখন কুরে কুরে খাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে।

এই সবের পাশাপাশি একটা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বিরোধীদের। আর সেটা হল, বিধানসভা নির্বাচনের মত করে একেবারে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার আতঙ্ক। শেষ পর্যন্ত কলকাতা পুরভোটেও সেই একই লজ্জার মুখোমুখি হতে হবে না তো! এই প্রশ্নের উত্তর এর জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। কারণ কলকাতা পুরভোটের গণনা এখন মাঝপথে। আর যে ছবি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, তাতে নির্ভর করে বলতে গেলে বলতে হয় এমনটা কিন্তু আবারও ঘটে যেতেই পারে। কারণ এগিয়ে থাকার নিরিখে তৃণমূল যখন ১২৬ ঠিক তখন বিরোধী দলগুলো হামাগুড়ি দিচ্ছে ২ অথবা ৩ এর ঘরে।

Related posts

তাপপ্রবাহের বিদায় নেওয়ার পালা, এ বার কালবৈশাখীর বিশেষ সতর্কতা

বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? না কি রাজ্য সরকারের ‘বদনাম’ করতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো চর্চা!

লোকসভা ভোটের কারণে কি জামিন পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের