উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ বুধবার, কী ভাবে দেখবেন

কলকাতা: ২০২৩-এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠকে করে এ বারের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর সাড়ে ১২টা থেকে সংসদের বিভিন্ন ওয়েবসাইটে ফল দেখা যাবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ১৪ মার্চ, শেষ হয় ২৭ মার্চ।

www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha – এই ওয়েবসাইটগুলো থেকে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। সেখানে নির্দিষ্ট জায়গায় লিখতে হবে রোল নম্বর-সহ যাবতীয় তথ্য। তারপর Submit-এ ক্লিক করলেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল।

SMS-এ রেজাল্ট জানতে হলে Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। 5676750 বা 58888 নম্বরে SMS পাঠিয়ে দিলেই জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফল।

 ‘WBCHSE Results 2023’ অ্যাপ থেকেও জানা যাবে ফল। গুগ্‌ল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

ফের দুর্ঘটনা! হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, সিবিআইয়ের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ শাসক দলের