মঙ্গলবারের মতো বুধেও ঝড়বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: বুধবার সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা। কমেছে জ্বালাপোড়া গরম ভাব। মঙ্গলবারের পর এ দিনও কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতের তথ্য অনুসারে,গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১.০ মিলিমিটার। সঙ্গে ছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার গতির ঝড়। পূর্বাভাস অনুযায়ী এ দিনও সন্ধ্যায় কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ও দিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া।

গতকাল ঝড় হয়েছিল কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওয়া, হুগলিতে। এ ছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল। কোথাও কোথাও হয়েছিল শিলাবৃষ্টিও। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমনই থাকবে রাজ্যের আবহাওয়া।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?