কোভিডের এই তৃতীয় ঢেউতে এবার সত্যিই টালামাটাল অবস্থা রাজ্য প্রশাসনের। শ্যাম রাখি না কূল রাখি পরিস্থিতিতে এখন সব থেকে চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দফতর। কারণ কোভিডের কামড়ে একের পর এক স্বাস্থ প্রতিষ্ঠান প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতির মুখে পৌঁছে গিয়েছে।
সর্ব শেষ খবর হল, কলকাতায় ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের মোট ৮০ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। এই ৮০ জনের মধ্য়ে যেমন চিকিৎসক রয়েছে, তেমনি রয়েছে নার্স ও অন্য়ান্য় স্বাস্থ্যকর্মীরাও।
কলেজ সূত্রে জানা গিয়েছে, সংক্রামিতদেরা কলেজেরই হস্টেলে আপাতত গৃহবন্দী অবস্থায় রয়েছেন। হস্টেলে থাকা সবাইকেই আরটিপিসিআর টেস্ট করানো হচ্ছে। যাদের রিপোর্ট নেগেটিভ পাওয়া যাচ্ছে, তাঁদেরকে আপাতত হস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এখানেই উল্লেখযোগ্য়, মঙ্গলবার সারা দিনে এসএসকেএম হাসপাতালেও মোট ২০ জন স্বাস্থ্য কর্মীর কোভিড পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। এছাড়া এমআর বাঙুর হাসপাতালেও নতুন করে ১৪ জন আক্রান্ত বলে জানা গিয়েছে।