মন খারাপের দশমী, গঙ্গার ঘাটে শুরু বিসর্জন পর্ব

আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দিচ্ছেন কৈলাসে।

ডেস্ক: আজ বিজয়া দশমী। দুর্গাপুজোর সমাপ্তি। এ দিন থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু। নবান্নের নির্দেশ অনুযায়ী, চার দিনের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। কোভিডবিধি মেনে এই রীতি যাতে ভালো ভাবে হয় তার জন্য নবমী থেকেই বিসর্জনের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা এবং পুলিশ।

আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দিচ্ছেন কৈলাসে। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। দেবীকে বিদায় জানাতে গঙ্গার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে বিসর্জন।

দশমীর সকালে গঙ্গার ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব। করোনা আবহে রয়েছে নিয়মের কড়াকড়ি। মণ্ডপ থেকে সরাসরি প্রতিমা আনা হবে গঙ্গার ঘাটে। শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, কলকাতার গঙ্গায় চার হাজারের মতো প্রতিমার বিসর্জন হয়। বাবুঘাট, গোয়ালিয়র ঘাট, আহিরীটোলা ঘাট, সর্বমঙ্গলা ঘাট-সহ ২৪টি ঘাটে বিসর্জন হবে। বেশি বিসর্জন হয় জাজেস ঘাট, বাজে কদমতলা ঘাট এবং নিমতলা ঘাট ও দই ঘাটে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, গঙ্গার ঘাটগুলোতে সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে। তিনটি ঘাটে মোট চারটি ক্রেন রাখা থাকছে। বাজে কদমতলা ঘাটে গঙ্গার জলে ভাসমান বার্জের উপর একটি ক্রেন থাকবে এবং পাড়েও একটি ক্রেন থাকবে। অন্য দিকে, নিমতলা, জাজেস ঘাটে পাড়ের উপরে একটি করে ক্রেন থাকবে। প্রতিমা বিসর্জনের পর যাতে দ্রুত ক্রেন দিয়ে কাঠামো টেনে তোলা যায়।

আরও পড়ুন: নবমীর বিকেল থেকে ট্রেন দাঁড়াবে না বিধাননগরে, পুজোর ভিড় নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রেলের

পাশাপাশি দূষণ রোধে তৎপর কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার তরফে কৃত্রিম ভাবে জলাশয় তৈরি করে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে হোসপাইপ দিয়ে প্রতিমা ধুয়ে ফেলা হবে।

Related posts

হাজি নুরুল জেতার পর মমতার প্রথম ভিজিট সন্দেশখালি, ঘোষণা বসিরহাটে

নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ