ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ, একধাক্কায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতায়

কলকাতা: ২০ ডিগ্রি ছাড়িয়েছিল শহরের তাপমাত্রা। কলকাতা-সহ জেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছিল। তবে আজ সকালে কলকাতায় তাপমাত্রা ফের নিম্নমুখী।

খুব সকালে ও সন্ধ্যায় শীতভাব থাকলেও বাকি দিনভর কলকাতায় কার্যত উধাও হয়েছিল শীতের আমেজ। জেলায় জেলায় অনেকটাই কমেছে ঠান্ডা। বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

কিন্তু, শুক্রবার তা নেমে একধাক্কায় হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে। আবহাওয়াবিদদের মতে, ঝঞ্ঝা মাঝে মধ্যেই শীতের পথে বাধা হয়ে না দাঁড়ালে ১৫ ডিসেম্বরের পর রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে।

একই ভাবে, তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। উত্তরবঙ্গের পরিস্থিতিও একই থাকবে। আপাতত কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গে।

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২