কৃষ্ণনগরের ‘নির্যাতিতা’ তরুণীর পরিবারের পক্ষ থেকে পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ । নির্যাতিতার মা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন এবং এনিয়ে শীঘ্রই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেছেন। বৃহস্পতিবার তাঁরা আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়ের মায়ের কথায়, “নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ শাস্তির জন্য আমরা চাই, মেয়ের খুনের তদন্ত করুক সিবিআই। প্রয়োজনে বাড়ি বিক্রি করে এই লড়াই চালিয়ে যাব।”
বুধবার সকালে কৃষ্ণনগরের পুলিশ সুপারের অফিস থেকে মাত্র ৫০০ মিটার দূরে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়। স্থানীয় আনন্দময়তলা বালকেশ্বরী মন্দিরের পাশে থাকা ওই ছাত্রীর দেহ পাওয়া যায়, যার পোশাক ছিল অবিন্যস্ত। ঘটনার পর, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে ওই ছাত্রীর প্রেমিককে গ্রেপ্তার করা হয় এবং পরে তার বাবা-মাকেও আটক করা হয়।
এছাড়াও আরও একজনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, প্রেমিকই ধর্ষণ করে খুন করেছে ওই ছাত্রীকে। নির্যাতিতার মায়ের মতে, এই অপরাধ এককভাবে ঘটানো হয়নি, আরও কেউ জড়িত থাকতে পারে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্ত যুবক ও ওই ছাত্রীর মধ্যে বেশ কয়েক মাস ধরে সম্পর্ক ছিল। অভিযুক্ত যুবক ভিন্রাজ্যে একটি হোটেলে কাজ করতেন এবং দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথা স্থির হয়েছিল। তরুণী প্রায়ই অভিযুক্তের বাড়িতে যেতেন, তাই এমন মর্মান্তিক ঘটনার কারণ এখন তদন্তকারীদের কাছে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।