Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জিভ কেটে নিয়েছে সিবিআই! বিস্ফোরক অভিযোগ মৃত লালন শেখের স্ত্রীর - NewsOnly24

জিভ কেটে নিয়েছে সিবিআই! বিস্ফোরক অভিযোগ মৃত লালন শেখের স্ত্রীর

বোলপুর: বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুতে এ বার সিআইডি তদন্তের দাবি জানালেন তাঁর স্ত্রী রেশমা বিবি। তাঁর অভিযোগ, লালনকে খুন করেছে সিবিআই। এমনকি, তাঁর জিভ কেটে নিয়েছে সিবিআই! পায়ে রক্ত জমাট বাঁধা ছিল।

রেশমা বিবি বলেন, “আমার স্বামীকে ওর শেষ করে দিয়েছে। জিভ কেটে দিয়েছে। পায়ে এত জোর জোর মেরেছে, রক্ত জমাট বাঁধা ছিল। পা মাটিতে লাগানো ছিল। জিভ কেটে দিয়েছে। সিআইডি তদন্ত চাইছি। দিদির হস্তক্ষেপ চাইছি। সিবিআই আমার স্বামীকে এ ভাবে হত্যা করল। আমরা দেহ নেব না। সিবিআই আমার সব শেষ করে দিল। আমার স্বামী-সংসার সব শেষ করে দিল।”

রামপুরহাট মেডিক্যাল কলেজে লালনের দেহ দেখার পর ধীর পায়ে বাইরে বেরিয়ে আসছিলেন রেশমা। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে লালনের দেহ নেবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আন্দোলন চলবে বলেও জানিয়ে দিয়েছেন। বুধবারও সকাল থেকেই সিবিআই-এর ক্যাম্পের সামনে তাঁরা বিক্ষোভ দেখাবেন বলে আগে থেকেই জানিয়ে দিয়েছেন।

কাঁদতে কাঁদতে রেশমা বলেন, ‘‘আমরা ওই সিবিআই অফিসারদের গ্রেফতারি চাই। সিআইডি তদন্ত চাইছি।’’ সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, গত ৩ ডিসেম্বর তাঁর স্বামীর সিবিআই গ্রেফতারির পর তাঁর মুখ দিয়ে ‘বড় বড় নাম’ বলিয়ে নিতে চায় সিবিআই। তিনি স্বামীর কাছ থেকেই এ কথা শুনেছেন। এ ছাড়াও রবিবার রাতে তাঁকে এক সিবিআই আধিকারিক হুমকির সুরে বলেন, ‘‘কাল (সোমবার) দুপুর ১২টার মধ্যে হার্ড ডিস্ক আমাকে দে। না হলে সোমবারের পর তোর স্বামীকে আর পাবি না।’’

Related posts

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?

চতুর্থবারও মা–মাটি–মানুষের সরকার, কোচবিহারে জোরাল বার্তা অভিষেকের

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?