নৈহাটি-হালিশহরের মধ্যে থার্ড লাইনের কাজ, লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়

কলকাতা: বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে থার্ড লাইনের কাজ চলবে বেশ কয়েক ঘণ্টার জন্য। এর জেরে কয়েকটি লোকাল ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের জন্য ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার ও বৃহস্পতিবার বাতিল থাকছে আপ ০৩১৩৯ শিয়ালদহ-রানাঘাট লোকাল। এই দু’দিনই ডাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার চলবে রানাঘাট অবধি।

পাশাপাশি, বৃহস্পতি ও শুক্রবার ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ডানকুনি দিয়ে চলবে ঘুরপথে। ঘুরপথে চলবে ১৩১৮৫ মুজফ্‌ফরপুর-কলকাতা তিরহুত এক্সপ্রেস এবং ১৩১৬০ জোগবানি-কলকাতা এক্সপ্রেস। এই ঘটনায় ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?