179
ডেস্ক: করোনা আক্রান্ত হলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। মঙ্গলবার বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকের পরামর্শে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার সকালে সুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তাঁকে হাসপাতালেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: কোভিড পজিটিভ কংগ্রেস নেতা রাহুল গান্ধী
বেশ কিছু দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বুকে স্ক্যান করার জন্য মঙ্গলবার রাতে তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। করোনার মৃদু উপসর্গ থাকায় সেই পরীক্ষাও হয়। বুধবার সকালে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।