প্রথম পাতা খবর আজ রাজ্যের ৪ কেন্দ্রে ভোটগ্রহণ, জানুন বিস্তারিত

আজ রাজ্যের ৪ কেন্দ্রে ভোটগ্রহণ, জানুন বিস্তারিত

42 views
A+A-
Reset

কলকাতা: গত ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২টি এবং ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ৮৮টি লোকসভা আসনে ভোট হয়েছিল। মঙ্গলবার তৃতীয় দফায় দেশের ১০টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৪টি আসনও।

আজ রাজ্যের চার লোকসভা কেন্দ্র— মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে চলছে ভোটগ্রহণ। এক নজরে রাজ্যের চারটি কেন্দ্র।

১. মুর্শিদাবাদ: মোট ভোটার ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬। পুরুষ ভোটার ন’লক্ষ ৬১ হাজার ৫৫৬। মহিলা ভোটার ন’লক্ষ ২৫ হাজার ৩২২। তৃতীয় লিঙ্গের ভোটার ২৮।

বুথের সংখ্যা: ১৯৩৮টি। স্পর্শকাতর বুথ ৪৪১।

কেন্দ্রীয় বাহিনী: ১১৪ কোম্পানি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

প্রার্থী: তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ আবু তাহের খান। বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিজেপি প্রার্থী করেছে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। এই কেন্দ্রে আলাদা করে প্রার্থী দিয়েছে আইএসএফ।

২. জঙ্গিপুর: মোট ভোটার ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬। পুরুষ ভোট ন’লক্ষ ১৫ হাজার ৫২০। মহিলা ভোটার আট লক্ষ ৮৬ হাজার ১৬৯। তৃতীয় লিঙ্গের ভোটার ২৫।

বুথের সংখ্যা: ১৮৫১টি। স্পর্শকাতর বুথ ৫০৯।

কেন্দ্রীয় বাহিনী: ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে।

প্রার্থী: তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান, বাম-কংগ্রেস জোট প্রার্থী মোর্তাজা হোসেন বকুল এবং বিজেপির ধনঞ্জয় ঘোষ।

৩. মালদহ উত্তর: মোট ভোটারসংখ্যা ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৫ জন। পুরুষ ভোটার রয়েছেন ন’লক্ষ ৪৪ হাজার ৩৩৩ জন। মহিলা ভোটার রয়েছেন ন’লক্ষ ১৩ হাজার ৭২৮ জন।

বুথের সংখ্যা: মোট ভোটকেন্দ্র ১৮১২টি।

কেন্দ্রীয় বাহিনী: মোট ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

প্রার্থী: তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী।

৪. মালদহ দক্ষিণ: মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৭৯ হাজার ৮২৬ । পুরুষ ভোটার রয়েছেন আট লক্ষ ৯৮ হাজার ৪৪৩। মহিলা ভোটার রয়েছেন আট লক্ষ ৮১ হাজার ৩৪৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৮ জন।

বুথের সংখ্যা: মোট বুথের সংখ্যা ১৭৫৯।

কেন্দ্রীয় বাহিনী: ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

প্রার্থী: তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.