কলকাতা: বছরের শেষ মাসে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ডিসেম্বরের ১ তারিখ থেকেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৫.৫ টাকা। কলকাতায় এখন এই সিলিন্ডারের জন্য ব্যবসায়ীদের গুনতে হবে ১,৯২৭ টাকা। তবে স্বস্তি, ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
কোথায় কত দাম?
কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৯২৭ টাকা। চেন্নাইতে বেড়েছে ১৬ টাকা, বর্তমান মূল্য ১,৯৮০.৫ টাকা। দিল্লি ও মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১৬.৫ টাকা করে, বর্তমানে দাম যথাক্রমে ১,৮১৮.৫ টাকা এবং ১,৭৭১ টাকা।
১ ডিসেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম। উল্লেখযোগ্য, গত জুলাই মাসে শেষবার বাণিজ্যিক সিলিন্ডারের দামে ছাড় দেওয়া হয়েছিল। এরপর থেকে আগস্ট মাস থেকে একাধিকবার দাম বৃদ্ধি পেয়েছে।
রান্নার গ্যাসের দাম একই
অন্যদিকে, ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে এই গ্যাসের দাম কলকাতায় ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইয়ে ৮০২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫ টাকা।
বাণিজ্যিক গ্যাসের দামে বৃদ্ধি ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ ফেলবে বলে ধারণা। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ গ্রাহকরা আপাতত স্বস্তিতে।