86
সোমবার রাতে উত্তরপ্রদেশের লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের দ্বিতীয় তলে আগুন লাগে, মুহূর্তে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন রোগী ও হাসপাতাল কর্মীরা। মিডিয়া রিপোর্টে খবর, একজন রোগীর মৃত্যু এবং আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাসপাতালের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়ায় অন্ধকারে রোগীদের সরানো হয়। ওই তলে চিকিৎসাধীন ছিলেন প্রায় ৩৫-৪০ জন।
ডেপুটি মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, এখন পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। অন্তত ২০০ জন রোগীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার উপর নজর রাখছেন বলে জানা গেছে।