নববর্ষে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় মঙ্গলবার শহরের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শহরের তাপমাত্রা থাকবে তুলনামূলক স্বস্তিকর — সর্বোচ্চ প্রায় ৩৫ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। যদিও আগামী কয়েকদিন তেমন স্বস্তি নেই— ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে ভ্যাপসা গরম, থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও। আকাশ আংশিক মেঘলা থাকলেও, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে ঝড়ের বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত। তবে মঙ্গলবারের পর থেকে ঝড়ের দাপট কিছুটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।