মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা: আগামী মে মাসেই ফল প্রকাশিত হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে তার কয়েক দিন পর। উচ্চ মাধ্যমিকের ফলাফল ৮ মে প্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। চলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৮০ দিনের মাথায় এ বারের পরীক্ষার ফল প্রকাশিত হবে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬৯ দিনের মাথায় এর ফলাফল প্রকাশিত হচ্ছে।

পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। অন্যদিকে, ওই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত।

Related posts

উত্তরাখণ্ডে বন পোড়ানোর প্রক্রিয়া অব্যাহত, ১৩৮৬ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত, মৃত ৫

সন্দেশখালি নিয়ে স্লোগান উঠতেই মেজাজ হারালেন শুভেন্দু! অশালীন শব্দ বিরোধী দলনেতার

‘ ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে’, বিস্ফোরক অভিযোগ দেবের