নয়াদিল্লি: কংগ্রেসের সভাপতি নির্বাচনে জয়ী হলেন প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে। শশী থারুরকে হারিয়ে খাড়গের দলের প্রধান নির্বাচিত হওয়ার মাধ্যমেই দীর্ঘ ২৪ বছর পর কোনো অ-গান্ধী সভাপতি পেল কংগ্রেস।
সূত্রের খবর, মোট ৯,৩৮৫টি ভোটের মধ্যে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭,৮৯৭টি। অন্য দিকে, শশী থারুরের পক্ষে পড়েছে ১,০৭২টি ভোট। ৪১৬ ভোট বাতিল করা হয়েছে।
এই পরিসংখ্যানেই স্পষ্ট, কংগ্রেস সভাপতি নির্বাচনী বিপুল ভোটে জয়ী হলেন খাড়গে। ফলে সীতারাম কেশরীর পর ফের গান্ধী পরিবারের বাইরের কেউ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের সভাপতি হলেন।
আরও পড়ুন: সকাল থেকেই মুখভার, কী বলছে আকাশের মতিগতি