মালদহে ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী, মঙ্গলে জোড়া সভা

মালদহ: আজ, মঙ্গলবার মালদহে ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মালদহ উত্তর ও দক্ষিণে মমতার নির্বাচনী প্রচার।

তৃতীয় দফার নির্বাচনের আগে এ দিন দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে মুখ্যমন্ত্রী। পুনর্বিন্যাসের পরে মালদহ উত্তর এবং দক্ষিণ আসনে কোনও দিন জয়ের স্বাদ পায়নি তৃণমূল। এ বার এই দুই আসনেই জয় চাইছেন মমতা। আগের দিন প্রচারে এসে মমতা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন, “মালদহ জেলায় কোনও দিন লোকসভা আসন পাইনি। বিধানসভায় মালদহ আমাদের ঢেলে আসন দিয়েছেন। সেই কারণেই বিজেপি-কে রুখে দিতে পেরেছিলাম। এ বারও ভোট কাটাকাটি করে বিজেপিকে জেতাবেন না।”

এ দিন মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারসভা করবেন তিনি। ওই সভা শেষ করে তিনি যাবেন মালদহ দক্ষিণ কেন্দ্রে। সেখানে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানের সমর্থনে একটি রোড-শো করবেন মমতা।

Related posts

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ

বিজেপির বিজ্ঞাপনে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ