“আমরা দিচ্ছি লক্ষ্মী ভান্ডার…আর ওরা দিচ্ছে ইডি ভান্ডার”, পুরুলিয়ার সভা থেকে তোপ মমতার

পুরুলিয়া: রবিবার পুরুলিয়ায় নির্বাচনী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতর সমর্থনে সভা করলেন তিনি। সভা থেকে বড় বার্তা মমতার। সঙ্গে রইল কেন্দ্রীয় সরকারের প্রতি কটাক্ষ ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে কড়া আক্রমণ।

এ দিন সভামঞ্চ থেকে মমতা বলেন, “আগের বারে লোকসভা নির্বাচনে আপনারা বিজেপিকে জয়ী করেছিলেন, বিজেপির সাংসদকে দেখেছেন, সাদা না কালো। ওরা একটা গদ্দারের দল, দেশ বিক্রি করার দল। তাই এদেরকে বিশ্বাস করবেন না।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “এ বারে তৃণমূলকে ভোট দেবেন তো?”

তিনি আরও বলেন, “আমরা দিচ্ছি লক্ষী ভান্ডার, আমরা দিচ্ছি কৃষি ভান্ডার আর ওরা দিচ্ছে ইডি ভান্ডার। ওরা তৃণমূলকে ভয় দেখাচ্ছে, তৃণমূলের নেতা কর্মীদের জেলে দিচ্ছে। ওরা জানে না আমরা তৃণমূল কংগ্রেস করি। আমরা মানুষের সাথে আছি সব সময়। এবং থাকব।”

এ বার ঘাসফুলের প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তাঁর সমর্থনে সভা করতে গিয়েই দলনেত্রী ভোটের সময়ে শান্তি বজায় রাখতে পরামর্শ দিলেন।এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী দলের প্রার্থী শান্তিরাম মাহাতোর হাত ধরে মঞ্চে তুলে বলেন, ‘‘তৃণমূলকে ভোট দিন। নয়তো আগামী দিনে ভারতবর্ষ থাকবে না। আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না। ওরা সব কেড়ে নেবে। ধর্ম, জাত কেড়ে নেবে। ইডি, সিবিআই লাগিয়ে দেবে।’’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন