কলকাতা: সোমবার আরামবাগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্য সরকারি চাকরিতে প্রায় ৫ লক্ষ শূন্যপদ রয়েছে। সরকার ওই সব শূন্যপদ পূরণ করতে চায়।
এ দিন আরামবাগের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্য সরকারি চাকরিতে প্রায় ৫ লক্ষ শূন্যপদ রয়েছে। সরকার ওই শূন্যপদ পূরণ করতে চায়। এই ৫ লক্ষের মধ্যে ১ লক্ষ শূন্যপদ শিক্ষকদের জন্য। আর পুলিশে নিয়োগ করা হবে ৬০ হাজার।’
পাশাপাশি বিরোধীদের উদ্দেশে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের জন্য নিয়োগ করা যাচ্ছে না। একটু মায়া হয় না। সাহস থাকলে ভোটে লড়ুন। আদালতে গিয়ে নিয়োগ আটকে দিচ্ছে। এটাও কিন্তু বড় দুর্নীতি। রেল, প্রতিরক্ষায় নিয়োগে দুর্নীতি হয়েছে। আমরা চাই ছেলেমেয়েরা চাকরি পাক। সেটা ওরা চায় না। অন্যরা শুধু মুখে বলে, আমরা কাজ করে দেখাই। আদালতে যেতে কারও বাধা নেই। কিন্তু ওরা আদালতে যাচ্ছে আর মামলা করে চাকরি আটকে দিচ্ছে। তারপর বলছে, কেমন আটকে দিলাম।’
রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কত শূন্যপদ রয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী তার হিসাব চেয়েছিলেন। স্থায়ী ও অস্থায়ী দু’রকম পদের জন্যই দফতর ভিত্তিক তথ্য চাওয়া হয়। সেই হিসাব পাওয়ার পর সোমবার এই ঘোষণা করলেন তিনি।