কলকাতা: বিএসএফের অফিসের গেটের পাশেই নর্দমা সংস্কারের কাজ চলাকালীন মাটি ধসে চার শিশুর মৃত্যু হয়েছে। চলছিল। ভারত বাংলাদেশ সীমান্তে নিকাশি ব্যবস্থার কাজ চলছিল সেখানে। এই ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছে এলাকায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। আজ, মঙ্গলবার বিষয়টি নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে রাজভবনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিকাশি নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরির কাজ চলছিল। নালা তৈরির কাজে সহায়তা করেছিল কর্মরত বিএসএফ জওয়ানরা। সেই সময় এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল। কাজ চলাকালীন আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়। মাটির তলায় চাঁপা পড়ে চার শিশু।
স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানেরা শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এ দিন বিষয়টি নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে রাজভবনে। সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘এক জন মা হয়ে আমি শিহরিত হয়েছি এই ঘটনায়। অসহায় নাগরিকদের ভীতি প্রদর্শনের সঙ্গে এ বার অসতর্কতার জন্য শিশু নিধন বিএসএফের একাংশের নতুন মডেল হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।’’