প্রথম পাতা খবর ‘মনে হচ্ছে ইন্ডিয়া নামটা প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে’, মোদীর ‘জঙ্গি’ কটাক্ষের পাল্টা খোঁচা মমতার

‘মনে হচ্ছে ইন্ডিয়া নামটা প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে’, মোদীর ‘জঙ্গি’ কটাক্ষের পাল্টা খোঁচা মমতার

204 views
A+A-
Reset

বিরোধী জোটের নাম নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মন্তব্যে পাল্টা খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি মাসে ২৬টি রাজনৈতিক দলের নেতারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য একত্রিত হন। সেখানেই স্থির হয় তাঁরা ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) নামের জোটের ব্যানারে লড়াই করবেন।

একটি দলীয় বৈঠকে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী দাবি করেন, বিরোধীদের নবগঠিত ‘ইন্ডিয়া’ জোট ‘সম্পূর্ণ দিশাহীন’। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদিনের মতো নিন্দিত সংগঠনগুলির নামের সঙ্গেও ‘ইন্ডিয়া’ শব্দটি যুক্ত।

মঙ্গলবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। মিনিট তিরিশেক ছিলেন সেখানে। বেরিয়ে এসে রাজভবনের গেটে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোদীর কটাক্ষ সম্পর্কে বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হচ্ছে ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে, উনি গ্রহণ করেছেন। ওঁকে কিছু বলতে হবে তাই বলেছেন।”

মমতা আরও বলেন, “ইন্ডিয়া দল যখন খেলেতে নামে তখন কি কেউ জঙ্গিদের কথা বলে? আমাদের যখন কেউ দেশের নাম জিজ্ঞেস করে, তখন আমরা বলি ইন্ডিয়া। যত এই ধরনের কথা বলবে, তত মনে হবে নামটা ভালো লেগেছে”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.