আকাশ থেকে জঙ্গলে পড়ল বিশালাকার ধাতব বস্তু, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে

সোমবার দুপুরে জঙ্গলে বিকট আওয়াজ শুনতে পান গোয়ালতোড়ের ধামোচা এলাকার বাসিন্দারা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি বিরাট ধাতব বেলনাকার বস্তু পড়ে রয়েছে। ধাতব বস্তুটি আনুমানিক ১৫ ফুট লম্বা এবং ৪ ফুট ব্যাসের। ধারণা করা হচ্ছে, মাঝ আকাশ থেকে যুদ্ধবিমানের অংশ ভেঙে পড়েছে ইউক্যালিপটাসের জঙ্গলে।

এই ঘটনার পর গোয়ালতোড় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। এটি বিমানের ঠিক কোন অংশ বা আদৌ বিমানের অংশ কি না, সেটা নিশ্চিত ভাবে জানা যায়নি। কলাইকুন্ডা এয়ারবেসে ইতিমধ্যেই পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে। তারা হয়তো বিষয়টি স্পষ্ট করতে পারে।

বাসিন্দাদের মতে, এই যন্ত্রাংশ যদি জনবহুল এলাকায় গ্রামের মধ্যে ভেঙে পড়ত তবে সমস্য়া আরও বাড়ত। বড় বিপর্যয় হতে পারত। তবে এদিনের ঘটনায় কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এটি বিমানে যন্ত্রাংশ না কি অন্য় কিছু সেটা পরিষ্কার নয়। তবে অনেকের মতে, এটা বিমানের বাড়তি তেলের ট্যাঙ্কও হতে পারে।

Related posts

‘প্রধানমন্ত্রী মোদী মিথ্যা বলছেন, প্রতিটা ভোটে হিন্দু-মুসলমান করে বিজেপি’, তোপ প্রিয়ঙ্কা গান্ধীর

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা