১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু, বকেয়া পাবেন ২৪.৫০ লক্ষ শ্রমিক

কলকাতা: কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না হয়ে থেকে এবার রাজ্যের তরফেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি রেড রোডের ধর্নামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য বাজেটেও বরাদ্দ হয়। সেই কথা রাখলেন মমতা। সোমবার থেকেই শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বকেয়া টাকা।

জানা গিয়েছে, মোট ২২টি জেলার শ্রমিকদের এই টাকা দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, মোট ২ হাজার ৬৫০ কোটি টাকা পাঠানোর প্রক্রিয়া হয়েছে প্রথম দিন। ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে এই টাকা দেওয়া হবে শ্রমিকদের অ্যাকাউন্টে।

এ বার জিটিএ-সহ ২২টি জেলাকে ১০০ দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাচ্ছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া ২ হাজার ৬৫০ কোটি টাকার মধ্যে জিটিএ’‌র প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে যে সব শ্রমিক গত দু’বছর টাকা পাননি, তাদের রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের পাওনা দেওয়া হবে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ২৪.৫০ লক্ষ শ্রমিক এই অর্থ পাবেন।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ