143
ডেস্ক: ছাপ্পার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বয়াল। রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রাম। বয়াল ৭ নম্বর বুথকে কেন্দ্র করে বাড়ে উত্তেজনা। রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে অভিযোগ জানালেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাদুয়েকের মতো সময় আটকে থাকার পর বয়ালের বুথ থেকে বের করা সম্ভব হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের কড়া নিরাপত্তায় কর্ডন করে বুথ থেকে বের করে আনা হল তৃণমূল সুপ্রিমোকে।
আরও পড়ুন: উত্তপ্ত নন্দীগ্রাম, বয়ালে তৃণমূলনেত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান
বয়ালে বুথে বসেই ফোন রাজ্যপালকে ফোন মমতার। তৃণমূলনেত্রীর সঙ্গে কথার পরই ট্যুইট রাজ্যপালের। তিনি লেখেন, ‘মমতার কথা নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আইনের শাসন রাখার আশ্বাস। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’