ডেস্ক: আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে, আমি নন্দীগ্রামে জিতবই। বয়ালের বুথে প্রায় ঘণ্টাদুয়েক আটকে থাকার পর সেখান থেকে সাংবাদিকদেক সামনে এই দাবি করেন নন্দীগ্রামের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূলনেত্রী আরও বলেন , কয়েকটা জায়গায় থেকেই আমাদের কাছে অভিযোগ আসছিল যে ভোট দিতে দেওয়া হচ্ছে না। ইনি যেখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, তিনি তাণ্ডব চালাচ্ছেন। আবু সুফিয়ানের বাড়িতেও তাণ্ডব চালানো হয়েছে। কমিশনে ৬৩ টি অভিযোগ জমা করেছি।
এদিন মমতা বলেন, নন্দীগ্রামে আমি জিতব। সকাল থেকে বন্দুক নিয়ে বসে আছে কাউকে ভোট দিতে দেয়নি। মানুষ আমাকে মিস করছে। তার মানে মানুষ আমাকে ভোট দিয়েছে। এখানে ভোটে চিটিংবাজি হচ্ছে। আমি তিন ধরে বলছি, বয়ালে ওরা চূড়ান্ত অত্য়াচার করেছে। আমাদের একজনের হাত ভেঙে দিয়েছে। কেশপুরে একজন খুন, খানাকুলে খুন, এজেন্টদের বাড়িতে গিয়ে মারধর। পুলিশকে গিয়ে বলেছি। পুলিশ চলে গেলে আবার চিটিংবাজি করেছে। আমি কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেব না। ওরা আমাদের বন্ধু।
আরও পড়ুন: রাজ্যপালকে ফোন মমতার, বয়ালকাণ্ডে টুইট ধনকরের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জওয়ানদের বিজেপি সাহায্য করার নির্দেশ দিয়েছেন। এখানে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত। তাঁরা বাংলাও বলতে পারেন না। নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট তৃণমূল পাবে, দাবি মমতার।