ডেস্ক: “আজ থেকে ১৪ বছর আগে এখানে কমিউনিস্টরা যে আচরণ করেছিল তাতে অনেকে শহিদ হয়। সেই শহিদদের উপরে ভর করে মমতা দিদি ক্ষমতায় আসে। কিন্তু তাদের উন্নয়ন তিনি করেননি। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মমতাকে কটাক্ষ করেন আদিত্যনাথ। এদিন সভায় যোগীর ফোকাসে রইল হিন্দু ভোট একত্রীকরণ, হিন্দুত্বের বাণেই বিঁধতে চাইলেন মমতাকে। যোগীর দাবি, বাংলায় দুর্গাপুজা করতে সমস্যায় পড়তে হয়।
নামখানার সভায় এসে যোগীও নিজেদের রাজ্যের উদাহরণ তুলে ধরেন। বলেন, মনে রাখবেন এই দেশেরই এক রাজ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিষিদ্ধ করে দেওয়ার চেষ্টা হয়। আর সেই রাজ্যে সেই সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কার্যত রাজ্যের তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেখানেই শ্রী রামের জয়জয়কারে বাধা দেওয়া হয়েছে, সেখানেই বিজেপিকে ক্ষমতায় এনেছে মানুষ। অর্থাৎ এ বার বাংলাতেই এমনটাই ঘটতে চলেছে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: ‘স্ক্যাম চাইলে দিদিকে ভোট দিন, স্কিম চাইলে নরেন্দ্র মোদিকে’, বাঘমুণ্ডিতে অমিত শাহ
উন্নয়নের রূপরেখা তুলে ধরে যোগীর ব্যখ্যা, এখানে অরাজকতা চলছে। নতুন শিল্প নেই। আগের শিল্প কারখানাও বন্ধ হচ্ছে। ফলে যোগী বলছেন,বাংলায় পরিবর্তন চাই। তাঁর কথায়, পরিবর্তনের হাওয়া বইছে এখানে।