ডেস্ক: দু’দিনের উত্তরবঙ্গ সফর সেরে সবে দিল্লিতে ফিরেছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। ঠিক তার পরপরই রাজ্যে আরও বেশ কয়েকটি জায়গায় বদলি করা হল প্রশাসন ও পুলিশ কর্তাদের। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সুরজিৎ কর পুরকায়স্থকে নিস্ক্রিয় করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের চার পুলিশকর্তা ও এক জেলাশাসক বদল করল নির্বাচন কমিশন।
এডিজি ওয়েস্ট জ়োন পদ থেকে বদলি হচ্ছে আইপিএস সঞ্জয় সিংয়ের। তার জায়গায় আসছেন আইপিএস ডাঃ রাজেশ কুমার। ডিইও ঝাড়গ্রামেও রদবদল হচ্ছে। আয়েশা রানির জায়গায় আসছেন আইএস জয়েশি দাস। ডায়মন্ড হারবারেরও এসপি বদলাচ্ছে। প্রশ্ন উঠেছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে। তাঁর জায়গায় আসছেন আইপিএস অরিজিৎ সিনহা।
আরও পড়ুন: শহিদদের উপরে ভর করে মমতা দিদি ক্ষমতায় আসে: যোগী
দিনহাটার ঘটনার পর বদল হচ্ছে কুচবিহারের এসপি পদেও। আইপিএস কে কান্নানের জায়গায় আসছেন আইপিএস দেবাশীষ ধর। দক্ষিণ কলকাতারও ডিসিপি বদলাচ্ছে। সুধীর নিলকণ্ঠর জায়গায় আসছেন আইপিএস আকাশ মাঘরিয়া।