প্রথম পাতা জীবনযাপন নববর্ষের কথা মাথায় রেখে শহরে লঞ্চ হয়ে গেল ফেস্টিভ কালেকশন ২০২১

নববর্ষের কথা মাথায় রেখে শহরে লঞ্চ হয়ে গেল ফেস্টিভ কালেকশন ২০২১

195 views
A+A-
Reset

ডেস্ক: নববর্ষের কথা মাথায় রেখে শহরে লঞ্চ হয়ে গেল ফেস্টিভ কালেকশন ২০২১
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্তের তৈরি নতুন কালেকশন গুলি মূলত পুরুষদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে।সামনেই আসছে বাঙালির নববর্ষ।নববর্ষের কথা মাথায় রেখে পুরুষ লদের পোশাকে রাখা হয়েছে বাঙালিয়ানার ছোঁয়া।

নববর্ষ ছাড়াও বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম পার্টিতে নজর কাড়বে জনের তৈরি পোশাক গুলি।জনের নতুন কালেকশন গুলি ইয়াং জেনারেশনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।কলকাতার আবহাওয়ার কথা ভেবেই পুরুষদের পোশাকে সিল্ক,কটন,লিনেনের ব্যবহার রাখা হয়েছে।নতুন কালেকশনে সুতোর কাজের পাশাপাশি রয়েছে হাতে আঁকা নানান এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক।

আরও পড়ুন: করোনা আক্রান্ত আমির খান

পোশাকের দাম রাখা হয়েছে একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।জনের নতুন কালেকশন গুলি পরে যেকোনও অনুষ্ঠানে পুরুষরা,অনায়াসে মহিলাদের টেক্কা দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবে,তা বলাই যায়।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.