প্রথম পাতা খবর আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট- নেতাজি বিশ্ববিদ্যালয় করেছে রাজ‍্য, জাতীয় ছুটির দাবিতে টুইট বার্তা মমতার

আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট- নেতাজি বিশ্ববিদ্যালয় করেছে রাজ‍্য, জাতীয় ছুটির দাবিতে টুইট বার্তা মমতার

423 views
A+A-
Reset

নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে টুইট বার্তা মমতার। শনিবার পরপর বেশ কয়েকটি টুইট করে মুখ্যমন্ত্রী। লেখেন, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য। তিনি যথার্থই দেশনায়ক ছিলেন, দেশের অখন্ডতায় গভীর বিশ্বাস ছিল তাঁর। দেশনায়ক দিবস হিসাবেই আমরা এই দিনটি পালন করছি।

পাশাপাশি মুখ‍্যমন্ত্রী জানান, আজাদ হিন্দ ফৌজ নামে রাজারহাটে মনুমেন্ট তৈরি করেছে রাজ‍্য। রাজ্য সরকারের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্ববিদ্যালয়ও তৈরি হয়েছে। বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে এই বিশ্ববিদ্যালয়।

নেতাজি স্মরণে যে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে, সেকথা উল্লেখ করেও টুইট করেন মমতা। তিনি লিখেছেন, আজ একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ বছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজও নেতাজিকে উৎসর্গ করা হবে। আজ ১২.১৫-তে একটি সাইরেন বাজানো হবে। সকলকে বাড়িতে শঙ্খ বাজানোর আহ্বান জানান মুখ‍্যমন্ত্রী। আরও একবার কেন্দ্রের কাছে মুখ‍্যমন্ত্রীর আবেদন ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.