প্রথম পাতা খবর রাজ্যে ভ্যাকসিনের জোগান বাড়ানো দাবি নিয়ে মোদীকে চিঠি দিলেন মমতা

রাজ্যে ভ্যাকসিনের জোগান বাড়ানো দাবি নিয়ে মোদীকে চিঠি দিলেন মমতা

310 views
A+A-
Reset

ডেস্ক: সারা দেশের সঙ্গে বাংলায় আছরে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৩ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে ভ্যাকসিনের জোগান বাড়ানো এবং নিয়মিত করার দাবি জানিয়েছেন ৷ একই সঙ্গে করোনার চিকিৎসায় গুরুত্বপূর্ণ দু’টি ওষুধেরও অবিলম্বে জোগান বৃদ্ধির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী লিখেছেন, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ভোট প্রচারে রাজ্যে বহু সংখ্যক বহিরাগতরা এসেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে করোনা মোকাবিলার জন্য আমাদের নির্দিষ্ট ভাবে তিনটি জিনিসের প্রয়োজন।”


চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, সরাসরি রাজ্য সরকারের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার অনুমতি চেয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি৷ কিন্তু সেই অনুমতি এখনও মেলেনি৷ অথচ কেন্দ্রীয় সরকার যে ভ্যাকসিন সরবরাহ করছে তা সংখ্যায় অপর্যাপ্ত এবং জোগানও অনিয়মিত৷ যার ফলে রাজ্য অগ্রণী ভূমিকা নিলেও টিকাকরণের গতি কমছে৷ 

আরও পড়ুন: রাজ্যে করোনা বৃদ্ধির জন্য মোদী ও অমিত শাহের ওপর দায় চাপালেন মমতা


এরপরেই মমতা জোর দিয়েছেন রেমডিসিভির ও টোকিলিজুমাব Tocilizumab এর মতো প্রয়োজনীয় ওষুধের ওপর। মমতা চিঠিতে লিখেছেন যে, মহামারি ঠেকাতে রাজ্যে প্রতিদিন ৬০০০ শিশি রেমডিসিভির ও ১০০০ শিশি টোকিলিজুমাব প্রয়োজন। এই মুহূর্তে রাজ্যের পক্ষে প্রতিদিনি ১০০০ শিশি করে রেমডিসিভির দেওয়া সম্ভব। কিন্তু টোকিলিজুমাবের সরবরাহ নেই। মমতার তৃতীয় চাহিদা অক্সিজেন। তিনি বলছেন, যদিও সেইল অক্সিজেনের জোগান দিচ্ছে। কিন্তু কেন্দ্রকে নিশ্চিত করতে হবে যেন সরবরাহে কোনও ঘাটতি না ঘটে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.