ডেস্ক: ফের মোদীকে চিঠি লিখলেন মমতা। মানুষের স্বার্থে করোনা সংক্রান্ত ওষুধ ও সরঞ্জামের উপর থেকে কর কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি লিখলেন করোনা চিকিৎসার ব্যবহৃত ওষুধ, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অন্যান্য সরঞ্জামকে জিএসটি মুক্ত করার দাবিতে। এর আগে মমতা চিঠিতে অনুরোধ করেছিলেন, যাতে কোভিড টিকা বিনামূল্যে দেওয়া হয়।
এবারের চিঠিতে কোভিডের ওষুধের ট্যাক্স ছাড়ের আবেদন জানিয়েছেন তিনি। ট্যাক্স ছাড়ের আবেদন জানানো হয়েছে মেডিক্যাল সরঞ্জামের ওপরেও।
রাজ্যের এই সঙ্কটের সময়ে বহু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও বহু মানুষ ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটার, করোনার ওষুধ দিয়ে সরকারের পাশে দাঁড়াচ্ছে।
মমতা আরও লিখেছেন, বহু প্রতিষ্ঠান যারা কোভিড মোকাবিলায় এগিয়ে এসেছেন তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, করোনা চিকিত্সায় ওইসব চিকিত্সা সরঞ্জাম ও করোনার ওষুধের উপরে লাগু হওয়া শুল্ক ও জিএসটি মকুব করা হোক।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে ১৭ মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার বিনামূল্য বিতরণের জন্য কোভিড চিকিৎসা সরঞ্জামের আইজিএসটি মকুব করেছিল। কিন্তু নবান্নের দাবি, আইজিএসটি মকুবের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। সম্প্রতি দিল্লি হাইকোর্টের একটি নির্দেশ এই কর মকুব করতে বলেছিল। সার্বিকভাবে যাতে করমুক্ত করা হয়, তার আবেদন জানানো হয়েছে।